সংবাদদাতা, আলিপুরদুয়ার : পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন রোগী। বড় বড় হাসপাতালেও হয়নি সমাধান। রোগ খুঁজে বের করতে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা। পরীক্ষা করে দেখা যায় ডানদিকের কিডনির সঙ্গে মূত্রনালির সংযোগকারী নালিটি অকেজো। জটিল অস্ত্রোপচার করে ওই রোগীকে সুস্থ করে নজির গড়ল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। দশদিন আগে কোচবিহারের বাসিন্দা আশরফ আলির স্ত্রী সাফিনা বিবি পেটের ডানদিকে যন্ত্রণা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ইউরো সার্জেন ডাঃ পবিত্র রায়ের কাছে আসেন। রোগীর পরিস্থিতি দেখে একটি বোর্ড গঠন নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন-সম্রাটকে শেষ বিদায়
রোগের সন্ধানে পরীক্ষা করা হয়। রিপোর্টে দেখা যায় কিডনির সঙ্গে মূত্রথলির যোগাযোগের নালিটি অকেজো। এরফলে কিডনির মধ্যে জমেছিল অসংখ্য ছোট-বড় পাথর। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সফল হয় জটিল অস্ত্রোপচার। কিন্তু জেলা হাসপাতালে এমন জটিল রোগের অস্ত্রোপচার কি সম্ভব? সেই অসাধ্যসাধন করে দেখান সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। জটিল রোগের সফল অস্ত্রোপচার করে নতুন জীবন দেন সাফিনা বিবিকে। ডাঃ পবিত্র রায় জানিয়েছেন, রোগীর জন্ম থেকেই কিডনির সঙ্গে মূত্রনালির সংযোগকারী নালিটি পুরোপুরি অকেজো ছিল। এরফলে ডানদিকের কিডনির অবস্থাও খারাপ হচ্ছিল। অসংখ্য পাথর জমে ছিল। অস্ত্রোপচার করে ওই নালিটি জুড়ে দেওয়া হয়। এই অস্ত্রোপচার যথেষ্ট জটিল। হাসপাতালের বেডে শুয়ে সাফিনা বিবি ধরা গলায় ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…