সংবাদদাতা,আলিপুরদুয়ার : আরও উন্নয়ন করে ভোল বদলে দেবেন জেলা হাসপাতালের। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে এমনটাই বললেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। দায়িত্ব বুঝে নেওয়ার দিন জেলার বিভিন্ন প্রান্তের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করেন তিনি।
আরও পড়ুন-৪৮ গেরুয়া কর্মীর বিরুদ্ধে পরোয়ানা
বিশেষ করে হাসপাতালে দালালরাজ যেন একেবারেই বরদাস্ত করা না হয় সে বিষয়ে সুপারকে নজরদারি রাখবার কথা বলেন। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ, বিশেষ করে চা-বাগান, বনবস্তির সাধারণ মানুষ যাতে হাসপাতালের পরিষেবা সঠিকভাবে পান তার খেয়ালও রাখতে বলেন। এক শ্রেণির হাসপাতাল কর্মীর বিরুদ্ধে পরিষেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ বেশ কয়েকবার সামনে এসেছে। তাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েই এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছেন বিধায়ক। এই প্রসঙ্গে সুমনবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত হাসপাতালের পরিষেবা প্রদানের বিষয়ে রাজ্যের কর্মসংস্কৃতি অনুসরণ করতে বলেছেন। আমি জেলা হাসপাতালে তাঁর দেখানো পথেই কাজ করে মানুষের সেবা করতে চাই।