৪৮ গেরুয়া কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

গত শনিবার দিনহাটার বুড়িরহাট বাজার এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে একদল বহিরাগত বিজেপি কর্মী তাণ্ডব চালায়।

Must read

সংবাদদাতা, কোচবিহার : তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর এবং তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় ৪৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করল সাহেবগঞ্জ থানার পুলিশ। এদের মধ্যে বিজেপির জেলা নেতা জয়দীপ ঘোষ এবং বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের নাম রয়েছে। ইতিমধ্যেই পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছে। তাঁদের দিনহাটা আদালতে তোলা হলে পাঁচজনকে ৮ দিনের পুলিশি হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন-বিজেপিকে ভোট দিতে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাল মহিলাদের

গত শনিবার দিনহাটার বুড়িরহাট বাজার এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে একদল বহিরাগত বিজেপি কর্মী তাণ্ডব চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী উদয়ন গুহ সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। যেখানে নিশীথ প্রামাণিকের পাশে হকি স্টিক হাতে এক বিজেপি নেতাকে দেখা গিয়েছে। এই প্রশ্ন তুলেই মন্ত্রী উদয়ন বলেন, এই ছবি দেখে কেন্দ্রীয় মন্ত্রী কী বলবেন? যদিও এর কোনও উত্তর নিশীথ দিতে পারেননি। মন্ত্রী উদয়ন গুহ বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপির গুন্ডা, মস্তান নিয়ে এসব করেছেন। তবে নিশীথ প্রামাণিকও পাল্টা মামলা করার কথা বলেছেন। এই মর্মে সোমবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে আবেদন জানান। বিচারপতি তাঁকে মামলা করার অনুমতি দিয়েছেন।

Latest article