Featured

রাজ্য সরকারের জেলাভিত্তিক ট্যুর প্যাকেজ

পর্যটকদের সুবিধার্থে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ নিয়ে আসতে চলেছে রাজ্যের পর্যটন দফতর। এর মধ্যে অন্যতম জেলাভিত্তিক ট্যুর প্যাকেজ। প্রতিটি জেলার পর্যটন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। কী থাকবে তাতে? থাকবে জেলার দ্রষ্টব্য স্থান, কীভাবে যাতায়াত করা যায়, থাকার ব্যবস্থা, পর্যটন স্থানগুলোর সংযোগকারী রুটম্যাপ ইত্যাদি।

আরও পড়ুন-কেন বুধেই নামল বিক্রম? চাঁদের প্রকৃতি বুঝেই অঙ্ক ইসরোর

প্রতিটি জেলা অন্তত পাঁচটি করে এইরকম সম্ভাব্য ট্যুর প্যাকেজ তৈরি করবে। বিশেষত, দুই রাত তিনদিনের। এক রাত দুদিনের ছোট ছোট ট্যুর প্যাকেজের উপরও বিশেষ জোর দিতে বলা হয়েছে। এই প্যাকেজ হবে পর্যটক স্থানের বিশেষত্বের উপর নির্ভর করে।
জেলায় ধর্মীয়, শিক্ষামূলক, সাংস্কৃতিক, প্রাকৃতিক ইত্যাদি কী কী আকর্ষণ রয়েছে সেগুলোর উল্লেখ থাকবে প্যাকেজে। পাশাপাশি জঙ্গল সাফারি, ট্রেকিং, নৌকা ভ্রমণ ইত্যাদির সুযোগ সুবিধা থাকলে তার উল্লেখ রাখার কথা বলা হয়েছে। সেইসঙ্গে জেলার মধ্যে আন্তঃসংযোগকারী সমস্ত পর্যটন স্থানের বিস্তারিত রুট ম্যাপ সংযুক্ত করা হবে। এর সঙ্গে থাকবে সংশ্লিষ্ট পর্যটন স্থানের আকর্ষণীয় ছবি এবং ভিডিয়ো। পর্যটন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং পর্যটন মেলায় এই সমস্ত প্যাকেজের জোরদার প্রচার করা হবে।

আরও পড়ুন-ভারসাম্যের নীতিতে সামাজিক উন্নয়নেই জোর দিচ্ছে বাংলা

রাজ্যে পর্যটন বিকাশে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারের পর্যটন বিভাগ। কয়েক মাস আগেই থিম পর্যটনের উপর জোর দেওয়া হয়েছে। হেরিটেজ ও সাংস্কৃতিক, অ্যাডভেঞ্চার, ইকো, বিচ, রুরাল, ওয়েলনেস এবং মিটিং ইনসেনটিভ কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ট্যুরিজম— এরকম সাতটি থিম বেছে নেওয়া হয়েছিল। থিম পর্যটন গড়ে তোলার কারণে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান এবং অফবিট ডেস্টিনেশনের সংখ্যা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-মিশ্রকে ক্ষমতায় রাখতে মরিয়া মোদি সরকার, ঘুরপথে নয়া ছক

এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে প্যাকেজ তৈরির উপর। অনেক ক্ষেত্রেই পর্যটকরা কী ভাবে ঘুরবেন, কোথায় কোথায় থাকবেন সিদ্ধান্ত নিতে পারেন না। বিভিন্ন বেসরকারি পর্যটন সংস্থার উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে সেই সংস্থার সুবিধা-অসুবিধা, মুনাফার বিষয় যুক্ত থাকে। পর্যটকরা কখনও কখনও নানারকম সমস্যায় পড়েন। তাঁদের যাতে সঠিক দিশা দেখানো যায় তাই সরকারি উদ্যোগে প্রথমবার এই ধরনের জেলাভিত্তিক ট্যুর প্যাকেজের পরিকল্পনা নেওয়া হল। মনে করা হচ্ছে এই কর্মসূচি জেলার পর্যটন ব্যবস্থার প্রসার ঘটাবে এবং পর্যটকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হবে।

Jago Bangla

Share
Published by
Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago