মিশ্রকে ক্ষমতায় রাখতে মরিয়া মোদি সরকার, ঘুরপথে নয়া ছক

Must read

প্রতিবেদন : ইডি কর্তা সঞ্জয় মিশ্রকে (Sanjay Mishra) কেন্দ্রীয় এজেন্সির শীর্ষে রাখতে নয়া ছক মোদি সরকারের। গেরুয়া শিবিরের অতি ঘনিষ্ঠ এই অফিসারকে হাতছাড়া করতে চায় না কেন্দ্র। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি অধিকর্তা পদে আর তাঁর মেয়াদবৃদ্ধি সম্ভব নয়। এবার তাই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মাথায় পদ তৈরি করে তাঁকে বসানোর ছক কেন্দ্রের। ঠিক হয়েছে সিবিআই ও ইডির শীর্ষ কর্তারা এবার থেকে রিপোর্ট করবেন সিআইওকে। এই পদে বিদায়ী ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রকে (Sanjay Mishra) নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। সেনাবাহিনীর ধাঁচে এবার চিফ অফ ইনভেস্টিগেশন অফিসার বা সিআইও নিয়োগ করতে চলেছে মোদি সরকার। তিন বাহিনীর প্রধান যেমন চিফ অফ ডিফেন্স স্টাফকে রিপোর্ট করেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে রিপোর্ট করেন, সেভাবেই দুই তদন্তকারী সংস্থার প্রধান নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৫ সেপ্টেম্বর পর্যন্তই ইডি অধিকর্তা পদে থাকতে পারবেন সঞ্জয় মিশ্র। তারপর তাঁকে পদ ছাড়তেই হবে। সিআইও পদে নিয়োগ করলে আবারও সরকারেই থেকে যাবেন বিজেপি ঘনিষ্ঠ সঞ্জয় মিশ্র। সূত্রের খবর, ১৫ সেপ্টেম্বর সঞ্জয় মিশ্র ইডি দফতর ছাড়ার আগেই সিআইও পদ তৈরির সম্ভাবনা। রাজনৈতিক মহলের বক্তব্য, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচকদের হেনস্তা করতে মোদি সরকারকে পুরোপুরি সাহায্য করেছেন সঞ্জয় মিশ্র। সেই কাজ অক্ষুণ্ণ রাখতেই সঞ্জয় মিশ্রকে রেখে দিতে চায় মোদি সরকার। এই লক্ষ্যে সঞ্জয় মিশ্রের পুনর্বাসনের জন্যই সিআইও পদ তৈরি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন- চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩: সফল অবতরণ বিক্রমের, চতুর্থ স্থানে ভারত

Latest article