উদ্বেগের সঙ্গে বিরক্তি বাড়াচ্ছেন জকোভিচ

কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি রয়েছে জকোভিচের ক্যাবিনেটে। তিনি গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার গোল বেধেছে কোভিড ভ্যাকসিন নিয়ে।

Must read

মেলবোর্ন, ২ জানুয়ারি : মেরেকেটে আর দু’সপ্তাহ বাকি অস্ট্রেলিয়ান ওপেনের। তারকারা একে একে মেলবোর্নে পা রাখতে শুরু করেছেন। কিন্তু নোভাক জকোভিচের কোনও খবর নেই! উদ্বেগ-আশঙ্কার মধ্যে এবার বিরক্তিও বাড়িয়ে দিচ্ছেন তিনি। টুর্নামেন্টের সংগঠক প্রধান মার্ক টিলে যেমন বলেছেন, “জকো এখনও অনিশ্চিত। বুঝতে পারছি না ও অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ডিফেন্ড করতে আসবে কিনা!”

আরও পড়ুন-অপেক্ষায় সবুজ উইকেট, আজ শুরু দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের হাতছানি ওয়ান্ডারার্সে

কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি রয়েছে জকোভিচের ক্যাবিনেটে। তিনি গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার গোল বেধেছে কোভিড ভ্যাকসিন নিয়ে। মেলবোর্ন হল ভিক্টোরিয়া প্রশাসনের অধীনস্ত শহর। যেখানে কোভিড নিয়ে খুব কড়াকড়ি রয়েছে। স্থানীয় প্রশাসন সাফ বলে দিয়েছে, ভ্যাকসিন না নেওয়া থাকলে কাউকে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে দেওয়া হবে না। আর এই নিয়মেই আটকে যাচ্ছেন বিশ্বের এক নম্বর জকোভিচ। তিনি এখনও স্পষ্ট করে জানাননি, ভ্যাকসিন নিয়েছেন কিনা। তবে সিডনিতে এটিপি কাপে খেলতে না যাওয়ায় তাঁকে ঘিরে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হয়েছে।

আরও পড়ুন-বিরাটের বড় রান করা শুধুই সময়ের অপেক্ষা, অধিনায়কের পাশে দাঁড়ালেন দ্রাবিড়

টিলে বলেছেন, সময় চলে যাচ্ছে। কিন্তু সামনের ছবিটা পরিষ্কার হচ্ছে না। জকোর জন্য শেষ রাস্তা হল তিনি ইন্ডিপেন্ডেন্ট প্যানেলের কাছে আবেদন করতে পারেন। যারা মেডিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলে তাঁর বিষয়টি দেখবে। কিন্তু স্থানীয় প্রশাসনের মাথা জেসন মার্লিনো জানিয়ে দিয়েছেন, নিয়ম হল নিয়ম। প্রিভিলেজড প্লেয়ারদের জন্য সামান্যই সুযোগ থাকছে। ফলে সেটা জকোর জন্য প্রযোজ্য কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

Latest article