মেলবোর্ন, ১১ জানুয়ারি : টেনিস ও ক্রিকেটের এক অভিনব মেলবন্ধনের সাক্ষী রইল মেলবোর্ন। একদিকে বিশ্বটেনিসের একনম্বর তারকা নোভাক জকোভিচ এবং অন্যদিকে অস্ট্রেলীয় ক্রিকেট তারকা স্টিভ স্মিথ! বৃহস্পতিবার মেলবোর্নে এক প্রদর্শনী ম্যাচে দেখা গিয়েছে এই বিরল দৃশ্য। প্রথম জকোর বিরুদ্ধে টেনিস র্যাকেট হাতে কোর্টে নামলেন স্মিথ। সার্ব টেনিস তারকার জোরালো সার্ভিসে নিখুঁত রিটার্ন মেরে চমকে দিলেন সবাইকে। অস্ট্রেলীয় ক্রিকেট তারকার রিটার্ন দেখে মুগ্ধ জকোভিচও। হাসিমুখে মাথা নীচু করে তিনি কুর্নিশ জানান স্মিথকে।
আরও পড়ুন-প্রয়াত কবি দেবারতি মিত্র
এখানেই শেষ নয়, কোর্টের মধ্যেই নিয়ে আসা হয় স্টাম্প, বল এবং ক্রিকেট ব্যাট। প্রথমে ব্যাটিং করেন জকো। স্মিথের করা প্রথম বল মিস করার পর, দ্বিতীয় বলের সময় ক্রিকেট ব্যাট ফেলে চটজলদি টেনিস র্যাকেট হাতে তুলে নিয়ে সপাটে বল গ্যালারিতে পাঠিয়ে দেন। এরপর স্মিথকে বলও করেন জকোভিচ।
শুধু ক্রিকেট এবং টেনিসেই সীমাবদ্ধ ছিল না গোটা বিষয়টি। হঠাৎ করেই কোর্টে হাজির হন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। অস্থায়ীভাবে একটি বাস্কেটও রাখা হয় কোর্টের ভিতরে। জেমস বল ভাসিয়ে দিলে অনেকটা লাফিয়ে সেই বল বাস্কেট করে উচ্ছ্বাসে ফেটে পড়েন জকো। যা দেখে জেমস হেসেই খুন।