প্রয়াত কবি দেবারতি মিত্র

‘আমার পুতুল, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘থঙহোয়া ফুল সাদা’ প্রভৃতি কাব্যগ্রন্থ এই মর্মে বেশ পরিচিত।

Must read

বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ কলকাতার (Kolkata) বাসভবনে প্রয়াত কবি দেবারতি মিত্র (Debarati Mitra)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর জন্ম ১৯৪৬ সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। ১৯৭১ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’ প্রকাশিত হয়। তাঁর স্বতন্ত্র কাব্যভাষা এবং কাব্যবিষয় সকলের মন কাড়ে। মহিলাদের সূক্ষ্ণ অনুভূতি তিনি নিজের লেখায় তুলে ধরেছেন। ‘আমার পুতুল, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘থঙহোয়া ফুল সাদা’ প্রভৃতি কাব্যগ্রন্থ এই মর্মে বেশ পরিচিত। আত্মজীবনী এবং কবিতা বিষয়ক গদ্যও লিখেছেন তিনি।

আরও পড়ুন-গড়িয়াহাট মোড়ে পুরসভার বুলডোজার

উল্লেখ্য, তাঁর স্বামী মণীন্দ্র গুপ্ত ছিলেন খ্যাতনামা কবি। তিনি প্রয়াত হয়েছেন ২০১৮ সালে। সাংস্কৃতিক জীবনে দেবারতি মিত্র ‘কৃত্তিবাস পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার’ ও ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ পেয়েছেন।

Latest article