গড়িয়াহাট মোড়ে পুরসভার বুলডোজার

কলকাতা পুরসভার (KMC) সাহসী পদক্ষেপ। শহরে বেআইনি নির্মাণ ভাঙতে আগেও কলকাতা পুরসভা কয়েকবার বুলডোজারের সাহায্য নিয়েছে।

Must read

কলকাতা পুরসভার (KMC) সাহসী পদক্ষেপ। শহরে বেআইনি নির্মাণ ভাঙতে আগেও কলকাতা পুরসভা কয়েকবার বুলডোজারের সাহায্য নিয়েছে। কলকাতা পুরসভা এবার রাস্তায় হকারদের বেআইনি স্টল ভেঙে গুঁড়িয়ে দিল। গড়িয়াহাট মোড়ের কাছে রাসবিহারী অ্যাভিনিউয়ে ২০টি মতো বেআইনি দোকান ভেঙে দেওয়া হয়। গড়িয়াহাটে হকারদের জন্য নির্দিষ্ট মাপের স্টল বরাদ্দ করা হয়েছে। ফুটপাতের এক তৃতীয় অংশ জুড়ে হকারদের বসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হল নিয়ম না মেনে হকাররা বেআইনিভাবে রাস্তার উপরে স্টল দিয়ে বসে আছে।

আরও পড়ুন-পঞ্চায়েতে ৭ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, প্রস্তাবে সায় রাজ্য মন্ত্রিসভার

কলকাতা পুরসভার এক মেয়র পারিষদ এই বিষয়ে জানান, ১৯৯৬ সালে অপারেশন সানশাইনে গড়িয়াহাটের ফুটপাথ থেকে হকারদের সরানো হয়েছিল। বুধবার কলকাতা পুরসভা পুলিশের সাহায্য নিয়ে স্টলগুলি ভেঙে দেয়। গত কয়েক মাস ধরে বারবার তাদের সরার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা কর্ণপাত করেনি। অবশেষে এই পদক্ষেপ নেওয়া হয়। মেয়র পারিষদ দেবাশিস কুমার এই মর্মে জানান বেআইনিভাবে রাস্তা দখলকারি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দখল করে স্টল বসানোর অনুমতি নেই।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে বাদ বাংলা-সহ অবিজেপি শাসিত রাজ্যগুলির একাধিক ট্যাবলো, ক্ষুব্ধ বিরোধীরা

বুধবার সকাল ১১টা নাগাদ গড়িয়াহাট ক্রসিংয়ে বিশাল পুলিশ বাহিনী এবং পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজারের সাহায্যে স্টলগুলি ভেঙে দেওয়া হয়। পুরসভার তরফে জানানো হয়েছে হকারদের চাপে রাখতে হবে যাতে তারা নিয়ম মেনে চলে। ফুটপাথগুলি সময়ের সঙ্গে কিছুটা শৃঙ্খলা ফিরে পাবে। কলকাতা পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। প্রসঙ্গত, নিউমার্কেটেও একই পরিস্থিতি। সব রাস্তা হকারদের দখলে। ওখানেই ব্যবস্থা নেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।

Latest article