স্বায়ত্তশাসন

Must read

প্রতিবেদন : তামিলনাড়ুর বিষয়ে অযথা নাক না গলানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন ডিএমকে নেতা এ রাজা (DMK Raja)। তিনি বলেন, তামিলনাড়ুকে ‘রাজ্য স্বায়ত্তশাসন’ দেওয়া হোক। তামিলনাড়ুকে যেন কোনও স্বাধীন দেশ খুঁজতে না হয়। দলীয় কর্মীদের এক সম্মেলনে এই মন্তব্য করেন রাজা। স্বাধীন তামিলনাড়ুর পক্ষে সওয়াল করলেও দল হিসেবে ডিএমকে অবশ্য রাজার (DMK Raja) এই মতকে সমর্থন করছে না। দলের মুখপাত্র রবীন্দ্রন বলেছেন, দল আন্নার দেখানো পথেই চলবে। গণতান্ত্রিক ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে দলের। তবে রাজার এই মন্তব্যে সমালোচনা করেছেন নেটিজেনরা। যদিও অনেকেই মনে করছেন মোদি-শাহর জমানায় অবিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের বঞ্চনার শিকার। সে কারণেই ডিএমকে নেতা এধরনের মন্তব্য করেছেন।

আরও পড়ুন: মিঠুনের নতুন নাটক

Latest article