‘নিশ্চিন্তে ব্যবসা করুন’‌, শিল্পপতিদের আহ্বান জানালেন মমতা

এবছর ফের হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধ ও বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন।

Must read

করোনা আবহে গত দু’‌বছর এই সম্মেলন করা যায়নি। এবছর ফের হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধ ও বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন। এই অনুষ্ঠানে আজ বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এদিন তিনি বলেন, ‘‌আদানি গ্রুপের সেরা প্রকল্প বাংলার জন্য ঘোষণা করা হল। প্রযুক্তির মাধ্যমে বাংলায় শিল্পের উন্নতিতে অংশ নেবে আদানি গ্রুপ। যার ফলে ২০ থেকে ২৫ হাজার কর্মসংস্থান হবে।’‌

আরও পড়ুন-‘শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়, রাজ্যপালদের সম্মেলনে আপনি বিষয়টি তুলুন’ আর্জি মুখ্যমন্ত্রীর

গৌতম আদানি এদিন আরও বলেন, ‘কলকাতায় এসে গর্ববোধ করছি। কলকাতা বরাবরই আমাকে মুগ্ধ করেছে। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা যা আজ ভাবে ভারত কাল ভাবে। অত্যন্ত সত্যকথা। বাংলার দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ভারতের কোনও রাজ্যেই বাংলার মতো এত মহিলা স্বাধীনতা সংগ্রামীকে আমরা পাই না। বাংলার নারীশক্তি বরাবরই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে। বাংলা নারী ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ।’‌

আরও পড়ুন-‘ভারতের জিডিপি ছিল মাইনাস, আমরা প্লাস’, বাংলার ‘শিল্প বান্ধব’ পরিস্থিতি প্রকাশ্যে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত মঙ্গলবার বিকেল থেকেই এই সম্মেলন নিয়ে তৎপর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকালই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিল্পপতিদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন মমতা। আলোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। ভুটান, বাংলাদেশ, রাশিয়া, জাপান, কেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী।

 

Latest article