‘শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়, রাজ্যপালদের সম্মেলনে আপনি বিষয়টি তুলুন’ আর্জি মুখ্যমন্ত্রীর

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে বাংলার মেয়েদের অগ্রগতির কথা দিয়ে নিজের বক্তব্য সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

বিভিন্ন শিল্পপতিদের আজ বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে বাংলার মেয়েদের অগ্রগতির কথা দিয়ে নিজের বক্তব্য সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা রাজ্যপালকে আবেদন করে বলেন, ‘কেন্দ্রকে বলুন, এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের বিরক্ত না করা হয়’। বুধবার, দেশ-বিদেশের শিল্পপতি ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। গৌতম আদানি থেকে শুরু করে সঞ্জীব গোয়াঙ্কা, সজ্জন জিন্দাল-সহ সব শিল্পপতিরাই রাজ্যের বর্তমান সরকারের আমলে শিল্পস্থাপনে অনুকূল পরিবেশের কথা জানান । সবশেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিনীতভাবে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে শিল্পপতিদের হেনস্থা করা বিষয়টি তুলে ধরেন তিনি।

আরও পড়ুন-‘ভারতের জিডিপি ছিল মাইনাস, আমরা প্লাস’, বাংলার ‘শিল্প বান্ধব’ পরিস্থিতি প্রকাশ্যে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বারবার ইডি-সিবিআই দিয়ে বিনিয়োগকারীদের হেনস্থা করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এই চাপ সৃষ্টি নিয়ে আগেই সরব হন মমতা। বারবার এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এদিন, BGBS-এর মঞ্চে শিল্পপতিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বিনিয়োগের জন্যে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ তৈরি রয়েছে। সেই বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে বিনিয়োগের জন্য কেন্দ্রের সাহায্য প্রয়োজন। শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়। রাজ্যপালদের সম্মেলনে আপনি বিষয়টি তুলুন। “

আরও পড়ুন-নারীনিগ্রহ ঠেকাতে দিঘা-কাঁথিতে ‘উইনার্স’

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর এই আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। এই পরিস্থিতি যদি শিল্পপতিরা কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা হওয়ার ভয় পান, তাহলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest article