বৈষম্য মানব না! সিএএ বিজ্ঞপ্তি জারি নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Must read

বাংলায় কোনও বৈষম্য মানব না। মঙ্গলবার, রাতে CAA নিয়ে বিজ্ঞপ্তি জারির জল্পনার মধ্যেই মঙ্গলবার পৌন ছটা নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CAA- Mamata Banerjee)। তিনি বলেন, কী রুল করেছে, কী বলা আছে- কাগজ হাতে পাওযার পরে হাবড়ার বৈঠকে বলব। তীব্র আক্রমণ করে মমতা বলেন, এটা মোদি সরকারের ভোটের আগে পরিকল্পনা করে ছলনা।

মঙ্গলবার, বিকেলে হঠাৎ সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, এদিন রাত ১০ নাগাদ সিএএ বিজ্ঞপ্তি জারি হবে। এরপরেই সাংবাদিক বৈঠক করে হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে CAA আইন হয়। তাহলে, এতদিন বসে থেকে কেন লোকসভা ভোটের আগে CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চাইছে বিজেপি সরকার- মোক্ষম প্রশ্ন ছোড়েন বাংলার মুখ্যমন্ত্রী। এর পরেই হুঙ্কার দিয়ে তিনি বলেন, “কোনও বৈষম্য হলে আমরা মানব না।“ তাঁর কথায়, “যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক ,সেটা আমরা মানি না।
জাস্ট একটা ছেলের হাতের মোয়া। এই ২-৩ দিনে তো কিছু দিতে পারবে না। হয়তো শুধু বলবে আপনারা পোর্টাল দিয়ে সেখানে নাম লেখান।“ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কুড়ি সালে আইনটা পাস হয়েছিল। তারপর চার বছর কেটে গেল। নির্বাচন ঘোষণার আর ২-৩ দিন বাকি আছে। তার আগে এটা করা মানে একটা রাজনৈতিক পদক্ষেপ। পুরো রিপোর্ট দেখার পর, কাগজ দেখার পর ডিটেলস আমি হাবরা থেকে বলব কালকে।“

আরও পড়ুন- এবার প্রার্থীর ভোটপ্রচার-খরচ তালিকায় প্রথমবার যুক্ত হচ্ছে ‘টোটো’

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই জন্য কি তাহলে মতুয়াদের আধার বাতিল হচ্ছিল? CAA বৈধ হলে, মানুষ আগে যে সুবিধা যা পেতেন তা কি এখন পাবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় (CAA- Mamata Banerjee) জানান, বিজ্ঞপ্তি পড়ে হাবড়ার জনসভা থেকে বিস্তারিত জানাবেন। তাঁর কথায়, “এটা মানুষের সঙ্গে প্রতারণা, ছলনা। পায়ে পা বাধিয়ে অশান্তি করতে চাইছে বিজেপি।“ মমতা প্রশ্ন তোলেন, কেন রমজানের আগেই এটা করতে হল!

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, “নাগরিকত্ব বাতিলের চেষ্টা হলে রুখব। এটা ভোটের আগে পরিকল্পনা করে ছলনা বিজেপির। তবে, তৃণমূল মুখ বুজে থাকব না বলে জানান তৃণমূল সুপ্রিমো।“ তাঁর কথায়, “আমরা সবাই নাগরিক। ভোটের জন্য ছলনা করে অধিকার কেড়ে নিতে দেব না। সবাইকে বলি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আজ যদি কারও অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম আওয়াজ তুলবে এর প্রতিবাদ করবে।” বিজ্ঞপ্তি প্রকাশ হলে, সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Latest article