প্রতিবেদন : বিহারের ছেলে ডাঃ প্রভাত কুমার (Dr. Prabhat Kumar) কলকাতার আগরপাড়ায় সাগর দত্ত হাসপাতালের একজন চিকিৎসক। বাবার ইচ্ছে রাখতে কয়েক লক্ষ টাকায় হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে এলেন তিনি। তা দেখে রীতিমতো অবাক কনের বাড়ি-সহ এলাকার মানুষ। যদিও এটা স্বাভাবিক বলেই মনে করছেন স্বয়ং পাত্র, সরকারি হাসপাতালের চিকিৎসক প্রভাত কুমার (Dr. Prabhat Kumar)। ৩৫ বছরের ছেলের বিয়ে নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর বাবা পেশায় কৃষক রামানন্দ সিং। রক্তে সংক্রমণজনিত অসুখে ভুগছিলেন তিনি। এর মধ্যেই ২৮ বছরের নিশিকুমারীর সঙ্গে ছেলের বিয়ে পাকা হয়। তখনই ছেলের কাছে আবদার করেন বিয়ের দিন কপ্টারে চড়ে ছেলের শ্বশুরবাড়ি যেতে চান বলে। কষ্ট করে ডাক্তারি পড়ানো ছেলের কাছে বাবার আবদার হেলিকপ্টার চড়বেন। অসুস্থ বাবার ইচ্ছেপূরণে ব্যবস্থা নেন প্রভাত কুমার। দিল্লির এক বেসরকারি সংস্থা থেকে ২০ লক্ষ টাকায় একটি হেলিকপ্টার ভাড়া করেন। কিন্তু বাগদানের দু’দিন পরেই মারা যান তাঁর পিতা রামানন্দ। কিন্তু বাবার শেষ ইচ্ছের কথা ভোলেননি প্রভাত কুমার। সে কথা মাথায় রেখেই হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান তিনি। যা নিয়ে শোরগোল পড়ে যায়। তবে প্রভাতের আফসোস, ‘‘এত টাকা খরচ করেও বাবা তাঁর শেষ ইচ্ছে পূরণ করতে পারলেন না।’’
আরও পড়ুন-শুধু দূরদৃষ্টি নয়, মুখ্যমন্ত্রী বৈপ্লবিক চিন্তা নিয়ে চলেন