শুধু দূরদৃষ্টি নয়, মুখ্যমন্ত্রী বৈপ্লবিক চিন্তা নিয়ে চলেন

নয়াগ্রামে পঞ্চায়েতি সভায় অর্থমন্ত্রী

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : নয়াগ্রামে মহিলাদের ভিড়ে ঠাসা সভায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করে গেলেন অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (WB Minister Chandrima Bhattacharya)। রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার খড়িকামাথানিতে ছিল ঝাড়গ্রাম জেলা সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি সভা। খড়িকামাথানি মার্কেট কমপ্লেক্সে। ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা যেমন ছিলেন, ছিলেন ব্লক থেকে জেলা স্তরের মহিলা পদাধিকারীরা। চন্দ্রিমার সঙ্গে ছিলেন মালা সাহা ও জেলার নেত্রীরা। সভা শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী (WB Minister Chandrima Bhattacharya) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু দূরদৃষ্টি আছে তা নয়, তিনি ক্রান্তিকারী দৃষ্টি নিয়ে, বৈপ্লবিক চিন্তা নিয়ে চলেন। মেয়েদের মধ্যে এ নিয়ে কেউ কোনওদিন ভাবেননি। চন্দ্রিমা বলেন, পঞ্চায়েতি সভা প্রতিটি জেলায় হচ্ছে। সমান্তরালভাবে পয়লা নভেম্বর থেকে গ্রামে চলো কর্মসূচি চলছে। মহিলা কর্মীরা গ্রামে যাচ্ছেন। মানুষজন কী পেয়েছেন, কোথায় কী অভাব-অভিযোগ, দেখছেন। বলেন, আদিবাসীদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বহু প্রকল্প করেছেন। ২০১১-র আগে কীভাবে রক্তাক্ত ছিল এই জায়গা, এই মাটি, সেই দিনগুলো দেখেছি। এখন সেই জায়গায় এত মানুষ, এত মহিলার সমাগম। কেউ কি ভেবেছিল এত মহিলা বেরোতে পারবে?

আরও পড়ুন-বন্দিরা সপরিবার থাকতে পারবে

Latest article