মুম্বই: ভয়ঙ্কর দুর্নীতি গেরুয়া মহারাষ্ট্রের স্বাস্থ্যক্ষেত্রে। হাসপাতালে চিকিৎসককে দিয়ে মিথ্যে ময়নাতদন্ত রিপোর্ট লেখানোর অভিযোগকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই মহারাষ্ট্রের (Doctor suicide Maharashtra) চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় প্রকাশ্যে এসেছে পুলিশের ধর্ষণের ছবি। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে শাসক-পুলিশ আঁতাতে জাল ময়নাতদন্ত রিপোর্ট বা স্বাস্থ্য রিপোর্টের মতো বড়সড় দুর্নীতি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুইসাইড নোটে চিকিৎসক যে সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন, কে সেই সাংসদ? দুর্নীতিতে তাঁর কী ভূমিকা? এই প্রশ্ন তুলে সাতারার ঘটনায় সাংসদের নাম প্রকাশের দাবি জানাল বাংলার তৃণমূল কংগ্রেস।
ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে যেভাবে মহিলাদের উপর নির্যাতনের পরিমাণ বেড়ে চলেছে, তার চরমতম নিদর্শন মহারাষ্ট্রে (Doctor suicide Maharashtra)। এখানে পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। তবে শুধু ধর্ষণ নয়। অভিযোগ, সাংসদের মদতে হাসপাতালে কীভাবে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামিদের স্বাস্থ্য রিপোর্ট বদলে দিতে বাধ্য হন চিকিৎসকরা। মহারাষ্ট্র পুলিশ মৃত চিকিৎসকের বাড়ির মালিকের ছেলে ও অভিযুক্ত পুলিশ আধিকারিক গোপাল বাদানেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তবে যে সাংসদের উল্লেখ করে গিয়েছেন মৃত চিকিৎসক, তাঁর নাম কোথাও প্রকাশ্যে আনছে না মহারাষ্ট্র পুলিশ। শাসক বিজেপির ভয়েই কি আড়াল করা হচ্ছে ওই সাংসদের নাম। যে বাড়িতে ওই চিকিৎসক ভাড়া থাকতেন তার মালিকের ছেলেকে প্রথমে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা চিকিৎসক। তবে গ্রেফতারির পরে প্রশান্ত বাঙ্কার নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবকের পরিবার কাঠগড়ায় তুলেছে চিকিৎসককেই। তারা দাবি করার চেষ্টা করেছে, পুলিশ প্রশান্তকে গ্রেফতার করেনি। সে নিজেই আত্মসমর্পণ করেছে। মানসিক নির্যাতন প্রশান্ত চিকিৎসককে করেনি। উল্টে বিয়ের জন্য চাপ দিয়ে ওই চিকিৎসকই প্রশান্তকে মানসিক নির্যাতন করতেন।
আরও পড়ুন-দিল্লি দূষণের ছায়া চেন্নাইয়ে, সমুদ্রে বিষাক্ত ফেনায় বিপন্ন প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার
যদিও এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশ এখনও কিছু জানায়নি। ঠিক যেমন অভিযুক্ত সাংসদের বিষয়েও কিছু জানানো হচ্ছে না ডাবল ইঞ্জিন রাজ্যের পুলিশের তরফে। আর সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এক সাংসদের ভূমিকা বিষয়টায় উঠে আসছে। কে এই সাংসদ? তাঁর কী ভূমিকা ছিল? বা তাঁর কোনও ভূমিকা ছিল কি না, অবিলম্বে প্রকাশ্যে সেটা আনা উচিত। কেন কায়দা করে তাঁর নাম চাপা দেওয়া হচ্ছে?

