একুশে জুলাইয়ের রক্তমাখা ইতিহাস নিয়ে এবার তথ্যচিত্র তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর এই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের (Partha Bhowmik) উপর। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে নির্মিত হতে চলেছে এই তথ্যচিত্র এমনটাই জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস সূত্রে।
চলতি বছরে ২১ জুলাইয়ের শহিদ দিবস আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলের শেষ সাংগঠনিক বৈঠকে শীর্ষ নেতৃত্বের তরফে ২১ জুলাইকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের প্রস্তাব ওঠে। এরপর এই প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে (Partha Bhowmik)। পার্থ ভৌমিক নিজে একজন নাট্য পরিচালক, পাশাপাশি সিনেমা তৈরীর ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। জানা গিয়েছে, নেতৃত্বের নির্দেশ মতো ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন ওই বিধায়ক।
আরও পড়ুন: স্তন ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত
উল্লেখ্য, ১৯৯৩ সালে সচিত্র পরিচয়পত্র তৈরির দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেয় কংগ্রেস। ২১ জুলাই সেই অভিযানে সামিল হয় যুব কংগ্রেস। নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ যুব কংগ্রেস কর্মীরা। ১৩ জন শহিদের স্মৃতিতে প্রতিবছর একুশে জুলাই পালন করে তৃণমূল। সেই ঘটনাকেই স্মরণীয় করে রাখতে এবার দলের তরফে তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হল।