বিদেশি লিগে খেলতে দিলে ঘরোয়া ক্রিকেট জৌলুস হারাবে : সাবা করিম

Must read

মুম্বই : ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। গোটা দুনিয়ার সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু অবসর না নেওয়া পর্যন্ত বিসিসিআই কোনও ভারতীয় ক্রিকেটারকে ভিনদেশি ক্রিকেট লিগে অংশ নিতে দেয় না। বিদেশের লিগে খেলার জন্য ভারতীয় ক্রিকেটারদের সবার আগে লাগে বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট।

আরও পড়ুন-অভিষেকের আগেই চোট পেয়ে বসলেন সন্দেশ

বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত যে ভারতীয় ক্রিকেটের উপকার করছে, সেটা বলে দিচ্ছেন বোর্ডর প্রাক্তন জেনারেল ম্যানেজার সৌয়দ সাবা করিম। তাঁর কথায়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের বিশ্বজুড়ে টি-২০ টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়। ভারত ছাড়া প্রায় সব দেশই বিদেশে ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয় ক্রিকেটারদের। একটি ইউটিউব চ্যানেলে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ‘‘আমি বলব এটা বিসিসিআইয়ের সঠিক সিদ্ধান্ত। তার মানে রঞ্জি হোক বা অনূর্ধ্ব ১৯ বা ২৩, ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে হচ্ছে। এতে উপকার হচ্ছে তাদের ও ভারতীয় ক্রিকেটের“।

আরও পড়ুন-চলে গেলেন ফুটবল অলিম্পিয়ান সৈয়দ হাকিম

সাবা করিমের মতে, দেশের মাটিতে বিভিন্ন ধরণের টুর্নামেন্ট খেলে তৈরি হয় ভারতীয় ক্রিকেটাররা। এতে জাতীয় দলের বেঞ্চ স্ট্রেংথ আরও শক্তিশালী হচ্ছে। এতে সুবিধাও মিলছে। যেমন, এবারই ভারতীয় টেস্ট দল যখন ইংল্যান্ড সফর করছে, তখন শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন একদিনের দল সফর করে এসেছে শ্রীলঙ্কায়। সাবা করিম বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের বিদেশের লিগে অংশ নেওয়ার অনুমতি দিলে ঘরোয়া ক্রিকেটে শুন্যতার সৃষ্টি হবে। ‘‘বিসিসিআই যদি সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেয় , তাহলে ঘরোয়া ক্রিকেটে বিশাল শূন্যতার সৃষ্টি হবে। ঠিক এটাই হয়েছে অন্য দেশের ক্ষেত্রেও“।

Latest article