আপাতত ধীরে-চলো নীতি ডোনাল্ড ট্রাম্পের

ট্রাম্পের এমন সিদ্ধান্তে আলোড়ন পড়ে বিশ্ব-অর্থনীতিতেও। বিষয়টি নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে উদ্যোগী হয় কানাডা ও মেক্সিকো।

Must read

প্রতিবেদন: লাগাতার হুঁশিয়ারির পর এবার ধীরে-চলো নীতি। আপাতত কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপাচ্ছে না আমেরিকা। সেই সিদ্ধান্ত আগামী একমাসের জন্য স্থগিত রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার রাতে মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকেও সরে আসে আমেরিকা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের সঙ্গে আলোচনার ভিত্তিতে ট্রাম্প সিদ্ধান্ত নেন সেদেশের পণ্যের উপর শুল্ক চাপানোর বিষয়টি একমাসের জন্য স্থগিত রাখা হবে। একই সিদ্ধান্ত তিনি নিলেন কানাডার ক্ষেত্রেও। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন চিন, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপরে আমদানি শুল্ক চাপাবেন তিনি। সেইমতো গত শনিবার তিনি নির্দেশ দেন চিনা পণ্যের উপর ১০ শতাংশ ও কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের।

আরও পড়ুন-লোকসভায় কাল বাজেট বিতর্কে বলবেন অভিষেক

ট্রাম্পের এমন সিদ্ধান্তে আলোড়ন পড়ে বিশ্ব-অর্থনীতিতেও। বিষয়টি নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে উদ্যোগী হয় কানাডা ও মেক্সিকো। এই নতুন শুল্কনীতি মেক্সিকো ও কানাডার পণ্যের উপর চাপিয়ে ওই দুই দেশের অর্থনীতিতে জোর ধাক্কা দিতে চেয়েছিলেন ট্রাম্প। যা শেষমেশ আলোচনার মাধ্যমে আপাতত ঠেকিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট। কানাডার উপর ট্রাম্পের শুল্ক চাপানোর পিছনে অন্যতম বড় কারণ ছিল ফেন্টানাইল ড্রাগ। এটি ব্যথার উপশমের ক্ষেত্রে মরফিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ট্রুডোর সঙ্গে সোমবার রাতে দুই দফায় আলোচনায় কানাডা থেকে আমেরিকায় এই মাদক পাচারের অভিযোগ তোলেন ট্রাম্প। তার পরেই দুই রাষ্ট্রনেতা সমাজমাধ্যমে জানান, আপাতত ৩০ দিনের জন্য শুল্ক বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের সঙ্গেও সোমবার রাতে আলোচনা হয় ট্রাম্পের।

Latest article