সংবাদদাতা, ক্যানিং : ‘‘রাজ্যে বিজেপি, সিপিএম ও বাকি বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এটা করতে দেওয়া যাবে না। কারণ, এ রাজ্যে মানুষের মত কী হবে, তা ইডি ঠিক করবে না। ঠিক করবে রাজ্যের কোটি কোটি মানুষ। আগামী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে আবার তৃণমূল কংগ্রেস বিপুল আশীর্বাদ নিয়ে ফিরবে।’’
আরও পড়ুন-ভোটমুখী রাজ্যে মোদির আগে ইডি পৌঁছে যায়, তোপ কেসিআর কন্যার
বৃহস্পতিবার ক্যানিংয়ে আইএনটিটিইউসি অনুমোদিত সারা বাংলা রেল হকার্স ইউনিয়নের সুন্দরবন সাংগঠনিক জেলা ও যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত রেলওয়ে হকার্স সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একযোগে বিরোধীদের আক্রমণ করে একথা বলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন ঋতব্রত আরও বলেন, ‘‘বিরোধীদের সঙ্গে এ রাজ্যের মিডিয়ারাও কুৎসা প্রচারে নেমেছে। নিজেরাই ক্যাঙারু কোর্ট বসিয়ে বিচার করছে। কিন্তু আমরা বলি, মিডিয়ার প্রচারে কান নয়, আপনারা বাড়ি বাড়ি যান। সরকারের সামাজিক প্রকল্পগুলি প্রচার করুন। কারণ, আগামী পঞ্চায়েত, লোকসভা নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। এ রাজ্যে সিপিএমের সভায় লোক নিয়ে যান বিজেপি নেতারা। বিজেপি–সিপিএম সব এক। এদের আলাদা কোনও সত্তা নেই।’’
আরও পড়ুন-যে নামে কেন্দ্রের আপত্তি, তাঁকেই বড় দায়িত্ব দিলেন প্রধান বিচারপতি
এদিনের সভায় ছিলেন সংগঠনের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি শক্তি মণ্ডল, সুন্দরবনের জেলা সভাপতি বিধায়ক পরেশরাম দাস ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার।