ডবল ইঞ্জিন! ত্রিপুরায় উদ্ধার বিপুল জাল নোট

বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি-অমিত শাহর রাজ্য গুজরাতে বেআইনি টাকা ও মদের রমরমা।

Must read

প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি-অমিত শাহর রাজ্য গুজরাতে বেআইনি টাকা ও মদের রমরমা। যা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনও অসন্তোষ প্রকাশ করেছে। এবার আর এক বিজেপি শাসিত তথাকথিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্য ত্রিপুরাতেও উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট।

আরও পড়ুন-পিজির আগুনে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্যসচিব, তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর থানার পুলিশ ও অসম রাইফেলস যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে। ৫০০ টাকার জাল নোটে প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। অসম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের কাছে খবর আসে, কাঞ্চনপুর থানার পূর্ব সাতনালার দাঙ্গাছড়া গ্রামের বাসিন্দা বিনয় রাম রিয়াং-এর বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে। সেই রাতেই যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বিনয় রাম রিয়াংকে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, মিজোরাম সীমান্ত দিয়ে এই জাল নোট রাজ্যে ঢুকছে। অনেকেই মনে করছেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে জাল নোটের রমরমা আর বাড়বে। কারণ বিজেপি টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে। তবে বিজেপি শাসিত ত্রিপুরায় এই ঘটনা নতুন নয়।

আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালে চালু এইচডিইউ ও হাইব্রিড সিসিইউ

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তর-পূর্বের এই রাজ্যে জাল নোটের রমরমা বাড়ছে। এর আগে ত্রিপুরার রাজধানী আগরতলার চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ জাল নোট। আর এবার উত্তর জেলার কাঞ্চনপুরের প্রত্যন্ত গ্রাম থেকে জাল টাকা উদ্ধার করল পুলিশ।
২০২৩-এর গোড়াতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে চোরাচালান ও জাল টাকার রমরমা এই রাজ্যে। আইনশৃঙ্খলার অবস্থা শোচনীয়। জাল টাকা বন্ধ করার যুক্তি দেখিয়ে দেশে নোটবন্দি করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এখন বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থাই বুঝিয়ে দিচ্ছে নোটবন্দি পুরো ব্যর্থ হয়েছে। জাল নোটের রমরমা অব্যাহত।

Latest article