ডাবল ইঞ্জিন! যোগীর উত্তরপ্রদেশ শিশুপাচারেও দেশের মধ্যে শীর্ষে

নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর চিলড্রেন ফাউন্ডেশন ও একটি অসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হওয়া একটি সমীক্ষায় ধরা পড়েছে এই উদ্বেগের ছবি।

Must read

নয়াদিল্লি : যত ঘটনা ডাবল ইঞ্জিনের রাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। জল চাওয়ায় প্রতিবন্ধীকে মারধোর করার ভিডিওটি ভাইরাল হওয়ার দিনেও আরও একটি তথ্য দেখিয়ে দিচ্ছে প্রশাসনিক দিক থেকে কোথায় নেমেছে বিজেপির উত্তরপ্রদেশ। শিশুপাচারে দেশের মধ্যে শীর্ষে নাম উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশের সঙ্গেই রয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশ। নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর চিলড্রেন ফাউন্ডেশন ও একটি অসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হওয়া একটি সমীক্ষায় ধরা পড়েছে এই উদ্বেগের ছবি।

আরও পড়ুন-হিমোডাইনামিক্যালি স্টেবল বুদ্ধদেব ভট্টাচার্য

শিশুপাচারের এই তথ্যর দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি কোভিড পরিস্থিতির আগে। আর অন্যটি কোভিড পরিস্থিতির পরে। আর সেখানেই ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানী দিল্লিতেও শিশুপাচার বেড়ে ৬৮ শতাংশ। সমীক্ষাটি হয়েছে ২১টি রাজ্যের ২৬২টি জেলাকে নিয়ে। সেখান থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ হল সেই শীর্ষ তিনটি রাজ্য যেখানে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সর্বাধিক সংখ্যক শিশু পাচার হয়েছে। এই সময়ের মধ্যে ১৩৫৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-‘মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই?’ মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, দিল্লি ফিরে ক্ষুব্ধ সুস্মিতা

সেখানে প্রতিবেদনের তথ্য অনুসারে জানা গিয়েছে, এদের ৮০ শতাংশের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। ৯-১২ বছর বয়সি রয়েছে ১৩ শতাংশ এবং ৯ বছরের কম ২ শতাংশের বেশি। এই তিনটি রাজ্যে শিশুপাচারের সংকটের যে চিত্র নোবেলজয়ী সত্যার্থীর সংস্থা এবং একটি বেসরকারি সংস্থা তুলে ধরেছে তাতে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে শিশুপাচারে ‘হটস্পট’ হিসাবে জয়পুর শহরকে দেখানো হয়েছে। একইসঙ্গে চারটি এলাকা রয়েছে দিল্লিতে।

Latest article