সংবাদদাতা, মুর্শিদাবাদ : আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনার পদক জিতে নজির গড়লেন মুর্শিদাবাদের (Murshidabad) মেয়ে ফাহামিদা। হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আয়োজিত ১৩তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্ত-লাগোয়া জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা ফাহামিদা নাসরিন মেয়ে হয়ে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করায় অনেকে কুকথা শোনালেও আজ তাঁর এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন। মেয়ের এই লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী ছিলেন মা সেলিনা পারভিন। পড়াশুনা থেকে ক্যারাটে, সব সময় ছায়ার মতো মেয়েকে আগলে রাখেন তিনি। মাহাতাব শেখের কাছে ক্যারাটে প্রশিক্ষণ নিলেও মা সেলিনার কাছেই ক্যারাটেতে হাতেখড়ি ফাহামিদার। মায়ের প্রশিক্ষণেই জোড়া সোনা জয়। আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কোচ ছিলেন সেলিনা। সেই মঞ্চে মেয়ের পাশাপাশি মা-ও পুরস্কৃত হন।
আরও পড়ুন- জলের দাবিতে ইসিএলের বিরুদ্ধে পথে খনি এলাকার বাসিন্দারা