মুম্বই, ২৩ ডিসেম্বর : টি-২০ বিশ্বকাপের আগে বাকি মাত্র ছ’মাস। তার আগে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়কের মাঠে ফেরা ক্রমশ পিছোচ্ছে। বিসিসিআই সূত্রে খবর, জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ তো বটেই, ২০২৪ আইপিএলেও হার্দিকের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যা শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, ভারতীয় দলের জন্য উদ্বেগের বিষয়।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। এখনও তারকা অলরাউন্ডার রিহ্যাবে রয়েছেন। বলা হচ্ছিল, আইপিএল খেলেই টি-২০ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করবেন হার্দিক (Hardik Pandya)। তার আগে আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে খেলিয়ে দেখে নেওয়া হবে। কিন্তু আশঙ্কার নতুন খবর, আইপিএলেও হয়তো তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। যদিও বোর্ডের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, হার্দিক কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে কোনও আপডেট নেই। তবে এনসিএ চায়, সম্পূর্ণ ফিট হয়ে তবেই ক্রিকেটে ফিরুন পেস বোলিং অলরাউন্ডার।
হার্দিক ফিট না হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়ার মতো চাপে থাকবে মুম্বই ইন্ডিয়ান্সও। হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দেন মুম্বই ইন্ডিয়ান্সের আর এক তারকা সূর্যকুমার যাদব। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে অনিশ্চিত সূর্য। তাই ভারতীয় টি-২০ দলকে কে নেতৃত্ব দেবেন, উঠছে প্রশ্ন।