হায়দরাবাদের অঙ্কুরা হাসপাতালে ভয়া.বহ অগ্নি.কাণ্ড

ভিজ্যুয়ালে দেখা গেছে বহুতল ভবনের উপরের তলা আগুনে পুড়ে গেছে। দমকলকর্মীরা ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Must read

শনিবার বিকেল ৫.৩০ নাগাদ হায়দরাবাদে (Hyderabad) তেলেঙ্গানা শহরের গুদিমালকাপুরে মেহেদিপত্তনমের জ্যোতিনগর এলাকায় PVNR এক্সপ্রেসওয়ের ৬৮ নম্বর পিলারের কাছে অবস্থিত অঙ্কুরা হাসপাতালে একটি বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বহুতলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।কোনো হতাহতের ঘটনা শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায়নি।

আরও পড়ুন-শীতের আমেজে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

ঘটনার খবর পাওয়া মাত্রই চারটি দমকলবাহিনী এবং ডিজাস্টার রেসপন্স ফোর্স (ডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ বর্তমানে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাচ্ছে। ভিজ্যুয়ালে দেখা গেছে বহুতল ভবনের উপরের তলা আগুনে পুড়ে গেছে। দমকলকর্মীরা ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন-রক্ষ.কই ভ.ক্ষক, নাবালিকা ধর্ষ.ণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে। হাসপাতালে কর্মরত নার্সরা ছয় তলায় থাকতেন। ঘটনা প্রকাশ্যে আসতেই কমপক্ষে ১০০ জন নার্স হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে আসে। তাদের সব জরুরি নথি ও শংসাপত্র পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

Latest article