কলকাতা বন্দর এলাকার নিকাশি(Pumping) ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার সমাধানে বড়সড় পদক্ষেপ কলকাতা পুরসভার। ৭৬ নম্বর ওয়ার্ডে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন বুস্টার ড্রেনেজ পাম্পিং স্টেশনের শুক্রবার উদ্বোধন করলেন কলকাতা পুরসভর মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-Gangasagar: গঙ্গাসাগরের প্রস্তুতি, শুরু ড্রেজিং
২০১৯ সাল থেকে এই পাম্পিং স্টেশন তৈরির কাজ করছে কলকাতা পুরসভা। এটি উদ্বোধন হওয়ার ফলে ৭৫,৭৬ এবং ৭৭ নম্বর ওয়ার্ডের একাংশে জল জমার সমস্যার স্থায়ী সমাধান হবে বলে মনে করা হচ্ছে।