নয়াদিল্লি : মঙ্গলবার দুপুরে দেশের বিরোধী শিবির তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছিল। বিরোধীদের টক্কর দিতে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতেই বিজেপি সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রের শাসক জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন। এনডিএ জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে। দ্রৌপদী একসময় ওড়িশার মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
আরও পড়ুন-সরেজমিনে ডেপুটি মেয়র, চালু জরুরি নম্বর, চলছে কাজ
দ্রৌপদী যদি শেষ পর্যন্ত জয়ী হন তাহলে তিনি হবেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। একইসঙ্গে রাইসিনা হিলসে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে তিনি পা রাখবেন। ওড়িশার রায়রাংপুর পুরভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে রাজনৈতিক জীবন শুরু হয়েছিল দ্রৌপদীর। পরে রায়রাংপুর কেন্দ্র থেকেই তিনি বিজেপির বিধায়ক নির্বাচিত হন। ২০০২ ও ২০০৪ সালের বিধানসভা নির্বাচনে জিতে তিনি রাজ্যের বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। সামলেছিলেন পরিবহণ, পশুপালন, মৎস্য চাষের মতো গুরুত্বপূর্ণ দফতর।