নয়াদিল্লি, ২৪ মে : এবারের আইপিএলে ব্যাট হাতে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন। গড় ৩৮.৩৩, স্ট্রাইক রেট ১২২.৬৬। তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে নেই শিখর ধাওয়ান। বিসিসিআই সূত্রের খবর, দল নির্বাচনের সভায় ধাওয়ানের নাম উঠেছিল। তবে কোচ রাহুল দ্রাবিড়ের টি-২০ পরিকল্পনায় নেই বলেই ধাওয়ান বাদ পড়েছেন। প্রসঙ্গত, এর আগে আরেক সিনিয়র ঋদ্ধিমান সাহাকেও একই কারণে টেস্ট দল থেকে ছেঁটে ফেলেছিলেন দ্রাবিড়।
আরও পড়ুন-পরের আইপিএলেই আমি ফিরছি : এবি
এই প্রসঙ্গে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘শিখর অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করেছে। কিন্তু টি-২০ ক্রিকেটে সেই সব তরুণদের সুযোগ দেওয়াটাও জরুরি, যারা ভাল পারফর্ম করছে। শিখরকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন দ্রাবিড়-ই। ওঁর সঙ্গে বাকিরাও একমত হন। দল ঘোষণার আগে দ্রাবিড় নিজেই ফোন করে শিখরকে জানিয়ে দিয়েছিলেন।’’
ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, ‘‘দ্রাবিড়ের টি-২০ পরিকল্পনায় ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিসান, কে এল রাহুল, সঞ্জু স্যামসনদের মতো টপ অর্ডার ব্যাটাররা রয়েছে। সেখানে শিখরের সুযোগ পাওয়া কঠিন। তবে ওয়ান ডে ফরম্যাটের পরিকল্পনায় শিখর রয়েছে। আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপ দলে ও ডাক পেতেই পারে।’’