প্রতিবেদন : ম্যাচটা জিতলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যেত। তবে শ্রীনিধি ডেকানের কাছে ১-১ গোলে আটকে গেল মহামেডান স্পোর্টিং। অ্যাওয়ে ম্যাচের ৮৩ মিনিটে পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল মহামেডান। যদিও ৮৪ মিনিটে পরিবর্ত ফুটবলার মহম্মদ জাসিমের গোলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা। এদিনের ড্রয়ের পর, ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষস্থান ধরে রাখল মহামেডান। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেকান।
আরও পড়ুন-জাতীয় শিবিরে ‘না’, আদালতে বজরং
টানা দু’ম্যাচ জিতে ম্যাচটা খেলতে নেমেছিল মহামেডান। কিন্তু বৃহস্পতিবার খেলার শুরুর চার মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে সাদা-কালো ব্রিগেড। গোল করেন ডেকানের কলম্বিয়ান স্ট্রাইকার ডেভিড মুনোজ। গোল শোধের জন্য মরিয়া মহামেডান এরপর টানা আক্রমণ শানিয়েও কিছুতেই সমতা ফেরাতে পারছিল না। শেষ দু’ম্যাচে পাঁচ গোল করা মহমেডান স্ট্রাইকার এডি হার্নান্ডেজকে কড়া নজরে রেখেছিল ডেকান রক্ষণ। শেষ পর্যন্ত জাসিমের গোলে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা।
ম্যাচ ড্র হলেও, অখুশি নয় সাদা-কালো শিবির। প্রাক্তন ফুটবলার তথা ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস অ্যাওয়ে ম্যাচের এক পয়েন্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য, ‘‘ডেকান চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে। তার উপর ওদের ঘরের মাঠে খেলা হল। তাই এই ড্র জয়ের সমান। সুযোগ নষ্ট না হলে, তিন পয়েন্টই পেতাম।’’