জাতীয় শিবিরে ‘না’, আদালতে বজরং

বরং তিনি আদালতে গেলেন ক্রীড়ামন্ত্রকের দ্বারা নির্বাসিত হয়েও একটি ক্রীড়া সংস্থা কীভাবে শিবির আয়োজন করতে পারে সেই প্রশ্ন তুলে।

Must read

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি : জাতীয় শিবিরে নয়, আদালতের দারস্থ হলেন বজরং পুনিয়া। ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছ থেকে নির্বাচন শিবিরে যাওয়ার ডাকে সাড়া দিলেন না বজরং। বরং তিনি আদালতে গেলেন ক্রীড়ামন্ত্রকের দ্বারা নির্বাসিত হয়েও একটি ক্রীড়া সংস্থা কীভাবে শিবির আয়োজন করতে পারে সেই প্রশ্ন তুলে।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুল, ক্ষুব্ধ শিক্ষামহল

আগামী মাসে দিল্লির আইজি স্টেডিয়ামে শিবিরের আয়োজন করেছে ভারতীয় কুস্তি সংস্থা। লক্ষ্য, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ ও প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন। দিল্লি কোর্টে পিটিশন জমা দিয়ে বজরং বলেছেন, “ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের নেতৃত্বে কুস্তি সংস্থার কোনও শিবিরেই আমি অংশ নেব না। আমি বুঝতে পারছি না ক্রীড়ামন্ত্রক বরখাস্ত করার পরেও কি করে ওরা শিবিরের দিনক্ষণ ঘোষণা করতে পারে? কেন্দ্রের সরকার কেন চুপ আছে?” বজরং আরও বলেছেন, “আমি শুধু একা নই। সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরাও শিবিরে অংশ নেবেন না। সরকার বা অ্যাডহক কমিটি যদি শিবির আয়োজন করে তবেই আমরা সেখানে অংশ নেব।”

Latest article