ভারতের হাতে এল নতুন অস্ত্র, শত্রুপক্ষের মিসাইল আটকাবে ‘আকাশ- এনজি’

Must read

ভারতের হাতে এল নতুন অস্ত্র। যা শত্রুপক্ষের ক্ষেপনাস্ত্র রুখতে কাজে লাগবে। নেক্সট জেনারেশন আকাশ (Akash-NG) সফলভাবে উৎক্ষেপণ করল ডিআরডিও। নির্বাচনের আগে ফের নিরাপত্তা নিয়ে প্রচারে মোদি সরকার। উন্নয়নমূলক কাজের পরিবর্তে দেশাত্মবোধ ও জাতীয়তা নিয়ে প্রচার চালানোর রীতি রয়েছে মোদি সরকারের। এবার সেই প্রচারে নতুন সংযোজন আকাশ- এনজি (Akash-NG)।

শুক্রবার ওড়িশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, চাঁদিপুর থেকে মিসাইলটি ছোঁড়া হয়। পর্যবেক্ষণে ছিল ডিআরডিও, ভারতীয় বায়ুসেনা, ভারত ডায়নামিক্স লিমিটেড ও ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। স্বল্প উচ্চতার একটি ক্ষেপনাস্ত্রকে নিষ্ক্রীয় করে নেক্সট জেনারেশন আকাশ। এই মিসাইলের সফল উৎক্ষেপনের ফলে এবার দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছে এটি ব্যবহারের উপযোগী হবে।

আরও পড়ুন- বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি জন কি বাত-এ খোঁচা প্রধানমন্ত্রীকে

স্বরাষ্ট্র মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কয়েকদিন ধরেই শক্তিশালী ক্ষেপনাস্ত্র ধ্বংস করার জন্য মিসাইল তৈরির পরিকল্পনা নিয়েছিল। এই মিসাইলগুলি দ্রুতগতির আকাশ পথে আসা হামলা নিয়ন্ত্রণ করতে কার্যকর। আকাশ-এনজি এমন একটি মিসাইল যা বেতার তরঙ্গ ধরতে পারবে, থাকবে লঞ্চার, মাল্টি ফাংশান ব়্যাডার, নির্দেশ-নিয়ন্ত্রণ-যোগাযোগ ব্যবস্থা।

 

Latest article