রাজনৈতিক মন্তব্য করার জায়গা নয় স্বামীজির বাড়ি, বার্তা অভিষেকের, গেলেন তপসিয়ায়

Must read

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে সিমল স্ট্রিটে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। স্বামীজির বাসভবনের দায়িত্বপ্রাপ্ত মহারজরা তাঁকে স্বাগত জানান। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন অভিষেক। এর পর তিনি বর্ষীয়ান মহারাজকে শাল ও ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর কাছ থেকে আশীর্বাদ নেন। অভিষেকেও উত্তরীয় পরিয়ে আশীর্বাদ করেন মহারাজ। বলেন, “তুমি অনেক বড় হও।” একইসঙ্গে সিমলা স্ট্রিট থেকে সাংবাদিক বৈঠকে অভিষেক জানিয়ে দেন, সেখান থেকে তিনি রাজনৈতিক কথা বলবেন না।

সাংবাদিক বৈঠকে সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বলেন, “প্রতিবার আমি এই দিনে স্বামীজির বাড়িতে আসি। আগামী দিন যেন সকলের ভালো কাটে। প্রার্থনা করি। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলেন।” এর পরই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে অভিষেক বলেন,”এখানে রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা একেবারেই অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটূ। তবে এখানে সকলের আসার অধিকার আছে।” আজ সকালেই স্বামীজির বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা মন্তব্য করেন।

আরও পড়ুন- ভারতের হাতে এল নতুন অস্ত্র, শত্রুপক্ষের মিসাইল আটকাবে ‘আকাশ- এনজি’

স্বামীজির (Swami Vivekananda) বাসভবন থেকে বেরিয়ে বর্ষীয়ান মহারাজ অভিষেককে বলেন, সামনের জায়গা ফাঁকা থাকার কারণে সেখানে যাতে বাগান হয়। অভিষেক স্থানীয় বিধায়ক শশী পাঁজাকে বিষয়টি দেখতে বলেন। তিনি আশ্বাস দেন, বাগানের কাজ হবে।

এরপরই তিনি সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ি থেকে বেরিয়ে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূল ভবনে যান। গত বছর, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তিনি তৃণমূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেই কাজ কেমন চলছে, তা দেখতেই সেখানে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Latest article