সনাতনি পোশাকবিধি চালু হল পুরীর মন্দিরে

Must read

প্রতিবেদন : পুরীর মন্দিরের সেবাইত বা পুরোহিতদের জন্য চালু হল সনাতনি পোশাকবিধি। যেসব পুরোহিত বা সেবাইত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন বা ভক্তদের পুজো দেওয়ার কাজ করবেন তাঁদের জন্যই এই পোশাকবিধি চালু করা হল। রবিবার মন্দির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পূজারিদের চিরাচরিত সনাতন ঐতিহ্যবাহী পোশাকেই জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকতে হবে। চিরাচরিত সনাতনি পোশাক বলতে কী বলা হচ্ছে সে বিষয়টিও মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরোহিতরা শুধুমাত্র ঐতিহ্যশালী ধুতি, পট্টবস্ত্র এবং গলায় গামছা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। ধুতি ও পট্টবস্ত্র ছাড়া অন্য পোশাকে কোনও পূজারীকে মন্দিরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরে ঢুকতে হলে পুরোহিতদের সনাতন ঐতিহ্যবাহী পোশাক পরেই প্রবেশ করতে হবে।

আরও পড়ুন-উত্তর মেরুর শেষ বরফেও ফাটল, বড় বিপর্যয়ের আশঙ্কা

মন্দির কর্তৃপক্ষ বলেছেন, আজকাল অনেক পুরোহিত ও সেবাইত আধুনিক পোশাক পরে মন্দিরের ভিতরে ঢুকে পড়েন। পাজামা-পাঞ্জাবি, ছাড়াও অনেক পুরোহিতকে জিনস পরেও পুজো করতে দেখা গিয়েছে। ভক্তরা অনেকেই পুরোহিতদের এই পোশাক নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তা ছাড়া মন্দিরের ভিতরে এ-ধরনের আধুনিক পোশাকে সজ্জিত পুরোহিতকে সাধারণ মানুষের থেকে আলাদা করে চেনা যায় না। ফলে পুরোহিতদের ভক্তরা ঠিকমতো চিনতে পারেন না। পুরোহিতদের একাংশেও আধুনিক পোশাকের বিরুদ্ধে আপত্তি ওঠে।

Latest article