প্রতিবেদন : যুদ্ধের ছায়া পড়ছে আন্তর্জাতিক জলপথ পরিবহণেও। ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে ঘোরালো হচ্ছে মধ্যপ্রাচ্য সংলগ্ন জলপথ পরিবহণের পরিস্থিতি। কিছুদিন আগে থেকেই এই আশঙ্কা তৈরি হয় যখন লোহিত সাগরে ড্রোন হামলা রুখেছিল আমেরিকা। এবার সেই আঁচ টের পেল ভারতীয় নৌবাহিনীও। লোহিত সাগরে ভারতের পতাকাবাহী একটি জাহাজের ওপর ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী হুথি-র বিরুদ্ধে। যদিও এই হামলায় কোনও হতাহতের খবর নেই বলেই ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশে ডেরেক
আফ্রিকার গ্যাবনের জাহাজ এমভি সাইবাবা, যার সামনে ভারতের পতাকা, আক্রান্ত হয় দক্ষিণ লোহিত সাগরে। শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ ভারতীয় নাবিকরা এই জাহাজে বাণিজ্যিক অপরিশোধিত তেলের ট্যাঙ্কার আনছিলেন। সেই সময় একতরফাভাবে হামলা চালায় ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী। সেই খবর পৌঁছয় আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের অধীনে থাকা জাহাজেও। সেই সংকেতেই বলা হয় ভারতীয় নাবিকদের কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন-প্রকাশ্যে জাত তুলে অপমান না করলে সেটি অপরাধ নয়, জানাল এলাহাবাদ হাইকোর্ট
গত ৭ অক্টোবর হামাস গোষ্ঠী ইজরায়েলের উপর হামলা চালানোর পর থেকে লোহিত সাগরে হুথি গোষ্ঠীর এটা ১৫ তম আক্রমণ বলে দাবি আমেরিকার। শনিবার শুধুমাত্র ভারতীয় পতাকাবাহী জাহাজেই আক্রমণ চালানো হয়নি। নরওয়ের একটি জাহাজেও ওই একই সময়ে হামলা চালায় হুথিগোষ্ঠী। ইজরায়েল অস্ত্র সংবরণ করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী সহ সবদিকের জলপথ পরিবহণ বন্ধ করে দেওয়ার। শনিবারের হামলার পর ইরানের হুঁশিয়ারির সঙ্গে ইয়েমেনের জঙ্গিযোগ স্পষ্ট।