সুমন করাতি, হুগলি: রাজ্যে প্রথম ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থা প্রথা চালু হল হিন্দ মোটর থেকে। কানাইয়া মেডিসিন নামক এক সংস্থা সাধারণ মানুষের সুবিধার্থে জীবনদায়ী ওষুধ সরবরাহ করে। সংস্থার এক আধিকারী বিনীত তন্দরি জানান, সমস্ত আইনের প্রথা মেনে ও আইনি নিয়মের পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এই ড্রোনের মাধ্যমে মেডিসিন সাপ্লাই শুরু করছি।
আরও পড়ুন-সিবিআই শ্রমিকদের মজুরি না দিয়েই চলে গেল
তিনি বলেন কয়েক বছর ধরেই আমাদের এই চিন্তাধারা ছিল, ৩২ কেজি ওজন বিশিষ্ট এই ড্রোনের মাধ্যমে মেডিসিন সাপ্লাই করা হবে হুগলির বিশেষ কিছু এলাকা সহ হাওড়া জেলাতে। ১৩২ মিটার উঁচু থেকে এই ড্রোন চলবে, ৮ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে মেডিসিন নিয়ে হাওড়ায় পৌঁছতে পারবে এই ড্রোন। যার ফলে অল্প সময়ের মধ্যে এই ওষুধগুলো ক্রেতার হাতে পৌঁছে যাবে।