সিবিআই শ্রমিকদের মজুরি না দিয়েই চলে গেল

অভিযোগ, বড়ঞার তৃণমুূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল খুঁজতে দু’দিন ধরে বেশ কিছু শ্রমিক সহ জেসিবি, ট্রাক্টর ব্যবহার করেছিল সিবিআই।

Must read

সংবাদদাতা, কান্দি : বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ? নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্তে পুকুর থেকে মোবাইল খোঁজার মজুরি পেল না স্থানীয় শ্রমিকেরা! ওই ঘটনায় তোলপাড় কান্দি মহকুমার বড়ঞা বিধানসভা। সিবিআইয়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বড়ঞার আন্দির শ্রমিকরা। অভিযোগ, বড়ঞার তৃণমুূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল খুঁজতে দু’দিন ধরে বেশ কিছু শ্রমিক সহ জেসিবি, ট্রাক্টর ব্যবহার করেছিল সিবিআই।

আরও পড়ুন-জনসংখ্যায় চিনকে পিছনে ফেলে এক নম্বরে ভারত, রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী ১৪২ কোটি ৪০ লক্ষ

কিন্তু তদন্ত শেষ করে বিধায়কের বাড়ি ছেড়ে যাওয়ার সময় সিবিআই সেই পারিশ্রমিক না দিয়ে চলে যায় বলে অভিযোগ। শ্রমিকদের দায়িত্বে থাকা সাধন প্রামাণিক বলেন, ওই দুটি মোবাইল খোঁজার জন্য তাঁকে শ্রমিক, জেসিবি, ট্রাক্টর আনতে বলেছিল সিবিআই। কাজ শেষে তিনি ৩৪ হাজার ৫০০ টাকা বিল দিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকদের। কিন্তু সেই টাকা না দিয়েই চলে গেছে সিবিআই। ফলে তিনি বিপাকে পড়েছেন। এলাকার শ্রমিকরা তাঁর কাছে টাকা চাইছেন, অত টাকা তিনি কোথায় পাবেন! এদিকে সাগর মিঞা নামে এক শ্রমিক জানান, পুকুরে মোবাইল খুঁজতে শ্রমিক পিছু একদিনে ৫০০ টাকা দেওয়ার কথা বলেছিল সিবিআই। তিনি একদিন কাজও করেছিলেন। কিন্তু সেই টাকা তিনি পাননি। পুকুর থেকে ক’টা শোল মাছ তুলে বাড়ি ফিরতে হয়েছে তাঁর মতো সমস্ত দরিদ্র শ্রমিককে।

Latest article