লার্ভা চিহ্নিত করতে উড়ল ড্রোন

হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, এর ফলে ডেঙ্গু প্রতিরোধে আরও দ্রুত মশার লার্ভা চিহ্নিত করে তা নিধন করা যাবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়ায় ডেঙ্গুর গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও ডেঙ্গু প্রতিরোধে কোনওরকম খামতি রাখতে নারাজ কর্পোরেশন। বালির পর এবার হাওড়া কর্পোরেশন ডেঙ্গুর মশার লার্ভা চিহ্নিত করতে ‘ড্রোন’ ওড়ানো হল। উত্তর হাওড়ার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে পুরনিগমের তরফে ওই ‘ড্রোন’ ওড়ানো হয়।

আরও পড়ুন-রানিহাটিতে পথ দুর্ঘটনায় হত ৩

মূলত পরিত্যক্ত বাড়ি ও কারখানাতে ডেঙ্গুর লার্ভা চিহ্নিত করতে এই ড্রোন ওড়ানো হয়। যেসব জায়গায় সহজে ঢোকা সম্ভব নয় মূলত সেইসব এলাকাগুলিতে মশার লার্ভা চিহ্নিত করতেই ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, এর ফলে ডেঙ্গু প্রতিরোধে আরও দ্রুত মশার লার্ভা চিহ্নিত করে তা নিধন করা যাবে।

Latest article