বঙ্গ

অবৈধ কারবার রুখতে উড়বে ড্রোন, চিহ্নিত ৬৪ বালিমাফিয়া

সংবাদদাতা, কাটোয়া : কয়েকদিন বাদেই শুরু হবে নদীর ঘাটে ঘাটে বালি তোলা। এবার বালি চুরি রুখতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে এসে অবৈধ বালি পাচার, অতিরিক্ত বালি মজুত, অবৈধ খাদান পরিচালনা রুখতে কড়া বার্তা দেন তিনি পুলিশ ও প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ইতিমধ্যেই দফায় দফায় অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অজয় ও দামোদর লাগোয়া মঙ্গলকোট, রায়না, আউশগ্রাম, জামালপুর ও খণ্ডঘোষ থানা এলাকার ৬৪ জন বালিমাফিয়ার নামে অভিযোগ দায়ের করেছে ভূমি ও ভূমিসংস্কার দফতর। বালির অবৈধ কারবার রুখতে ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ডিজিটাল যুগে গ্রামবাংলায় হারিয়ে যাচ্ছে ভাদু গান

মজুত বালি বা রাতে বেআইনি কারবারের উপর নজরদারি চালাবে ড্রোন। এতে একদিকে যেমন বেআইনি কারবার বন্ধ হবে, অন্যদিকে বেনিয়ম চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যাবে। জেলার সহকারী সভাধিপতি দেবু টুডু জানান, ‘বালি চুরি, নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি বালি মজুত রুখতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।’ ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক ও কর্মীরা খোঁজখবর নিয়ে অবৈধ ঘাট চালানো, অনুমোদিত পরিমাণের থেকে বেশি বালি মজুত ও গাড়িতে বোঝাই করা, বর্ষায় বালি তোলা বা যন্ত্র দিয়ে বালি তোলার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নৌকায় বালি তুলে পাচার ইত্যাদি দুর্নীতি চিহ্নিত করেছেন।

আরও পড়ুন-হাসপাতালে চালু ওয়াটার এটিএম

তাঁদের খবর, জেলায় সব মিলিয়ে ৫ কোটি ঘন ফুটের কাছাকাছি বেআইনি বালি মজুত রয়েছে। অনুমোদনপ্রাপ্ত ইজারাদারের সংখ্যা ১১১। তাঁদের মজুত বালির পরিমাণ ১৬ কোটি ৪৪ লক্ষ ঘন ফুট। বালি-কারবারে স্বচ্ছতা আনতে আগেই চালু হয় কোন ঘাট থেকে কত বালি তোলা হচ্ছে, সেই বালি কোন গাড়িতে কোথায় যাচ্ছে জানার জন্য পোর্টাল, খাদানগুলিতে সিসি টিভি লাগানো ও নজরদারির জন্য প্রতি ব্লকে মনিটরিং কমিটি রয়েছে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 minute ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

10 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

35 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago