হাসপাতালে চালু ওয়াটার এটিএম

কিন্তু কয়েকমাস চলার পর যান্ত্রিক গন্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় ওয়াটার এটিএমটি। এবারে আবার চালু হওয়ায় স্বস্তিতে রোগী ও তাঁদের পরিবার

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : পুনরায় চালু হল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়াটার এটিএম (water ATM)। এতদিন বাইরে থেকে টাকা দিয়ে জল কিনতে হত রোগী ও রোগীর পরিজনদের। এই সমস্যা মেটাতেই ফের ওয়াটার এটিএম চালু করা হয়।

আরও পড়ুন-মহালয়া থেকেই সবুজের পথে হাতছানি

উল্লেখ্য, রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে সাধারণ মানুষের স্বার্থে হাসপাতালে বসানো হয় পানীয় জলের এটিএম। সাধারণ মানুষ মাত্র ২ টাকার একটি কয়েন দিয়েই ১ লিটার বিশুদ্ধ পানীয় জল পান। কিন্তু কয়েকমাস চলার পর যান্ত্রিক গন্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় ওয়াটার এটিএমটি। এবারে আবার চালু হওয়ায় স্বস্তিতে রোগী ও তাঁদের পরিবার।

Latest article