রাত বাড়লেই থাকছে হালকা শীতের আমেজ। দিনে কিছুটা গরম থাকলেও টানের সময় চলেই এল। আজ, সকালের বুলেটিন অনুযায়ী, আজ থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। পূর্বাভাস অনুযায়ী বোঝা যাচ্ছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-কেরলের এর্নাকুলামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১
শুধু দক্ষিণের নয়, উত্তরের আবহাওয়া আজ শুষ্ক থাকবে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং মালদায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রিতে নামতে পারে। আজ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল অর্থাৎ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আরও পড়ুন-প্রয়াত ফ্রেন্ডস-খ্যাত ম্যাথিউ পেরি
কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানানো হয়েছে। বৃহস্পতিবার ফের শহরের সর্বোচ্চ পারদ ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে । ৩০ তারিখ থেকে কিছুটা বাড়তে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১ নভেম্বরে কলকাতার সর্বিম্ন ছুঁতে পারে ২৪ ডিগ্রি। ২ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…