প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় জঙ্গলরাজ। অবৈধ পাথর খনন ও পাচার রুখতে গিয়ে মাফিয়াদের হাতে প্রাণ হারালেন কর্তব্যরত ডিএসপি। পাথর মাফিয়ারা ডাম্পার চালিয়ে পিষে দিল পুলিশ অফিসারকে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ জেলার পাঁচগাহ এলাকায়। পাথরবোঝাই একটি ডাম্পার পিষে দিয়েছে ডিএসপি সুরিন্দর সিং বিষ্ণোইকে। ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়।
আরও পড়ুন-অগ্নিবীর নাকি জাতিবীর, কী চায় মোদি সরকার?
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল নুহ জেলার পাঁচগাঁও এলাকায় আরাবল্লী পাহাড় সংলগ্ন এলাকায় একাধিক অবৈধভাবে পাথর খাদান চলছে। আরাবল্লীর কোলে অবৈধ খাদান থেকে পাথর পাচার ঠেকাতে এদিন অভিযানে বের হন ডিএসপি সুরিন্দর সিং বিষ্ণোই। বিশাল পুলিশবাহিনী দেখে ওই খাদান থেকে পাচারকারীরা সকলেই চম্পট দেয়। কিন্তু একটি পাথর বোঝাই ডাম্পার পালাতে গিয়ে ডিএসপিকে পিষে দেয়। সহকর্মীরা জানিয়েছেন, ডাম্পারটিকে আটকাতে ডিএসপি নিজেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন। চালক ট্রাক না থামিয়ে সুরেন্দ্রকে পিষে দিয়ে চলে যায়। ডিএসপির পাশে থাকা অপর দুই পুলিশকর্মী রাস্তার দুইপাশে ঝাঁপ দিয়ে কোনও রকমে নিজেদের প্রাণ বাঁচান। অন্য পুলিশকর্মীরা তাড়া করেও ওই ডাম্পারটিকে আটকাতে পারেননি। ডিএসপি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন-নৌকা ডুবে মৃত ২২
ডিএসপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হরিয়ানা পুলিশ। অভিযুক্ত ডাম্পার চালক কোনভাবেই পার পাবে না বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজে জোরদার তল্লাশি চলছে। অন্যদিকে ডিএসপির মৃত্যুর খবরে প্রশ্ন উঠেছে হরিয়ানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অনেকেই মনে করছেন, রাজ্যের শাসক দল বিজেপির মদতেই এই আরাবল্লী পাহাড়ে অবৈধ খাদানগুলি চলছে। সে কারণেই পাচারকারীরা এতটা মরিয়া। তারা পুলিশকেও ভয় করে না। সে কারণেই ডাম্পার চালক একজন ডিএসপিকে পিষে দিয়ে চলে গিয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে আরাবল্লীতে খননকাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এদিনের ঘটনায় প্রমাণ হল, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আরাবল্লীতে রীতিমতো খননকাজ চলছে।