দুয়ারে সরকার শিবিরে উত্তরে উচ্ছ্বাস

এই শিবিরগুলির মাধ্যমে ২৭টি পরিষেবা প্রদান করা হয়। শিবিরগুলিতে বিডিও-সহ সমস্ত দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Must read

ব্যুরো রিপোর্ট : রাজ্যজুড়ে জেলায় জেলায় ফের শুরু হল দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের এই প্রকল্পে ইতিমধ্যেই মিলিছে ব্যাপক সাড়া। পরিষেবা পেয়েছেন মানুূষ। সমাধান হয়েছে একাধিক সমস্যার। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ বাকি জেলাগুলিতেও হয় শিবির। এরমধ্যে মালদহে একমাসে ২৮৪৫টি শিবিরের মাধ্যমে জনসাধারণকে পরিষেবা দেবে জেলা প্রশাসন।

আরও পড়ুন-জেলায় শুরু চলো গ্রামে যাই

মঙ্গলবার জেলার ১৫টি ব্লক ও ২টি পুরসভা এলাকায় এই কর্মসূচি প্রদানের শিবিরের আয়োজন করা হয়। জেলার ইংলিশ বাজার শহর ও গ্রামীণ, পুরাতন মালদহ শহর ও গ্রামীণ, গাজোল, বামনগোলা, হবিবপুর, মানিকচক, রতুয়া, চাঁচোল, কালিয়াচক-সহ  ১৫টি ব্লকে ১৯৪৫টি শিবির ও ৯০০টি ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির বসে। এই শিবিরগুলির মাধ্যমে ২৭টি পরিষেবা প্রদান করা হয়। শিবিরগুলিতে বিডিও-সহ সমস্ত দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত হতে মহিলাদের উপচে পড়া ভিড় শিবিরে

জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া জানান, সকলের সমস্যার সমাধান হবে। আলিপুরদুয়ারে চুয়াপাড়ার শিবিরে চা-বলয়ের কয়েকশো উপভোক্তা এসেছিলেন সরকারি পরিষেবা নিতে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে শিবির। এ বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন বলেন, ‘‘কালচিনি ব্লকে অধিকাংশ জনগণই সরকারি সুবিধা পেয়েছেন। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থেকে জেলার প্রতিটি ব্লকের একটি করে গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়।” ইটাহার পঞ্চায়েত দফতরের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় ইটাহার হাইস্কুল মাঠে। পুরসভার সামনে কর্মতীর্থ ভবনে আয়োজিত এই দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যরা৷

Latest article