প্রতিবেদন : দুয়ারে সরকার শিবিরগুলিকে ব্যবহার করে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর গ্রাহক সচেতনতা প্রচারে নেমেছে। প্রত্যেক দুয়ারে সরকার শিবিরেই ক্রেতা সুরক্ষা দফতরের স্টল থাকছে। যেখান থেকে মানুষকে গ্রাহক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন প্রচারপত্র, লিফলেট বিলি করা হচ্ছে।
আরও পড়ুন-বিধানসভায় প্রশ্নের উত্তরে মন্ত্রী শশী পাঁজা, বিধবা-বার্ধক্য ভাতা ৩২ লক্ষ মানুষকে
সোমবার বিধানসভায় আইএসএফ সদস্য নৌশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র একথা জানান। এছাড়া, উপভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে তাঁর দফতর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা, কর্মশালা, স্লোগান, বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি এই কাজে স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও যুক্ত করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় ব্যানার, হোর্ডিং লাগানো হচ্ছে বলে জানিয়েছেন উপভোক্তা মন্ত্রী। তিনি বলেন, ২৪ ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবসকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।