দুর্গম পাহাড়ে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার

পাহাড় বা চা-বাগানের দুর্গম এলাকার মানুষরা দুয়ারে সরকারের ক্যাম্পে পৌঁছাতে পারে না। তাই এবার মানুষের কাছে রাজ্যে সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে পৌঁছচ্ছে এই ক্যাম্প।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দুর্গম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার। দার্জিলিং জেলার পার্বত্য এলাকা ও সমতলের বিভিন্ন গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার পৌঁছাতে পারে তার জন্য ১৫০টি ভ্রাম্যমাণ ক্যাম্প তৈরি হয়েছে। এই ভ্রাম্যমাণ ক্যাম্পগুলি মূলত পাহাড়ের দুর্গম এলাকা ও চা-বাগান এলাকাগুলিতে যাচ্ছে। পাহাড় বা চা-বাগানের দুর্গম এলাকার মানুষরা দুয়ারে সরকারের ক্যাম্পে পৌঁছাতে পারে না। তাই এবার মানুষের কাছে রাজ্যে সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে পৌঁছচ্ছে এই ক্যাম্প।

আরও পড়ুন-ভুটানে অতিরিক্ত ইউজার-ফি কমানোর আরজি পর্যটকদের

পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকা ছাড়াও সমতলের নকশালবাড়ি, খরিবাড়ি-সহ ফাঁসিদেওয়ার সীমান্তবর্তী এলাকাতে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা পাইয়ে দিতেই ছুটছে ভ্রাম্যমাণ ক্যাম্প। এই ভ্রাম্যমাণ ক্যাম্পে ২০টি জণকল্যাণমুখী প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে। এবার দুয়ারে সরকারের ক্যাম্পে পাট্টার আবেদন-সহ বিদ্যুৎ সংক্রান্ত সমস্যারও সমাধান করা হচ্ছে। তবে এই বিষয়ে জেলাশাসক এস পুন্না বালাম বলেন, পাহাড় ও সমতলের বেশ কিছু জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্প অফিস রয়েছে। কিন্তু দুর্গম প্রত্যন্ত এলাকার অনেক মানুষ ক্যাম্পে পৌঁছতে পারছে না। তাই তাদের কথাই ভেবে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে থাকছে তিন জন করে সরকারি কর্মী। তাদের সঙ্গে ল্যাপটপ আছে। তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। যার যা সমস্যা তা সঙ্গে সঙ্গে অনলাইনে নথিভুক্ত করা হচ্ছে। এই প্রক্রিয়া আগামী একমাস চলবে।

Latest article