সংবাদদাতা, দুর্গাপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের সুবিধা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। সেই মোতাবেক বৃদ্ধাশ্রমে গিয়ে শিবির করল প্রশাসন। শনিবার। অণ্ডাল থানার খান্দরা ‘উদ্বর্তন’ বৃদ্ধাশ্রমে। ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস। রাজ্য প্রশাসনের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে উপকৃত হয়েছেন রাজ্যের মানুষ। সরকারি অফিসে গিয়ে হয়রানির দিন শেষ। শিবিরে সহজেই পাওয়া যায় সরকারি নানা প্রকল্পের সুবিধা। এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। বয়সজনিত কারণে তাঁরা শিবিরে যেতে পারেন না। তাঁরাও যাতে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে বৃদ্ধাশ্রমগুলিতে শিবির করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রবিবার এরকমই একটি শিবির হল অণ্ডাল ব্লকের খান্দরায়। বৃদ্ধাশ্রমে ১৩ জন মহিলা ও ১০ জন পুরুষ থাকেন। তাঁদের করোনার টিকা দেওয়া হয়। সঙ্গে ‘স্বাস্থ্যসাথী’, ‘রেশন কার্ড’, ভোটার কার্ডে নাম সংযোজনের কাজ হয়। শিবিরে ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, লক্ষ্মী টুডু প্রমুখ।
আরও পড়ুন-আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বিজেপির যুবনেতা