ডেঙ্গি মোকাবিলায় জোর

Must read

সংবাদদাতা, মালদহ : ডেঙ্গি রুখতে এবার আসরে নামল মালদহ জেলা পরিষদ। মালদহ জেলা পরিষদের ভিবিডিসি দফতরের গ্রামীণ সম্পদ কর্মীরা জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে গিয়ে ডেঙ্গি সচেতনতার প্রচার করছেন। শনিবার এই অভিযানে ছিলেন প্রাণিসম্পদ দফতরের সুপারভাইজার স্বপন মণ্ডল, সুবীর চৌধুরি এবং এহসান আলি। তাঁরা জানিয়েছেন, ব্লকের প্রতিটি বাড়িতে জমা জল পরিষ্কার-সহ ডেঙ্গি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার বলেন, ‘‘মালদহ জেলা জুড়ে গ্রামীণ সম্পদ কর্মীরা জমা জল দেখলেই ফেলে দিচ্ছেন। এছাড়াও নোংরা জায়গাগুলি স্প্রে করে দিচ্ছেন। ডেঙ্গি রুখতে দিনরাত এক করে কাজ করছেন।’’ মালদহ জেলা  জুড়ে ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন ১০১ জন। তাঁরা পঞ্চায়েত প্রতি নির্দিষ্ট সুপারভাইজারের নেতৃত্বে প্রতিদিনই এলাকাগুলিতে সাফাইয়ের নেতৃত্ব দিচ্ছেন। তারপর কর্মসূচি যাবতীয় তথ্য ও পোর্টালে আপলোড করা হচ্ছে।

আরও পড়ুন-আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বিজেপির যুবনেতা

Latest article