প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পে সবরকম ভাবেই উপকৃত রাজ্যের মানুষ। এই প্রকল্পে কার্যত মানুষের দুয়ারেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে অযথা হয়রানি।
এবার দুয়ারে সরকারের মাধ্যমে বাংলা জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর মিউটেশন সংক্রান্ত বিষয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে| গত ৫০ দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে ২০শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যেখানে এই দফতর একই সময়সীমায় ৬.১৩ লক্ষ মিউটেশন কেস সমাধান করেছিল সেই তুলনায় এই বছরে সেই একই সময়ে ২০.২৮ লক্ষ মিউটেশন কেস সমাধান সম্ভব হয়েছে।
আরও পড়ুন:‘কন্যাশ্রী’র টাকায় অষ্টম শ্রেণী থেকে পড়া চলছে’
প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার কেস সমাধান হয়েছে।
তবে এই সাফল্য এমনি আসেনি এর পেছনে রয়েছে সরকারের তরফে বিশেষ কিছু পদক্ষেপ
১. ব্লক স্তর ছাড়া জেলা ও মহকুমা স্তরেও দুয়ারে সরকার এর দৌলতে অনেক মামলার নিস্পত্তি করা হয়েছে
২. যেগুলো এক ধরণের মামলা রয়েছে সেগুলো একসাথে করা হয়েছে| এর ফলে কাজ অনেকটাই দ্রুত হয়েছে ও করোনা আবহে মানুষকে ভিড় বাড়াতে হয়নি।
৩. এক ধরণের অভিযোগগুলিকে চিহ্নিত করে একসাথে নিষ্পত্তি করা হয়েছে।
সব মিলিয়ে খুব পরিকল্পনা মাফিক এক উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে সব জমে থাকা ও জরুরি মিউটেশন মামলা খুব সহজেই নিস্পত্তি করে গিয়েছে।
এর ফলে একদিকে যেমন মিউটেশন সংক্রান্ত কাজের সরলীকরণ হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমেছে। সময়েরই কাজ সময়েই শেষ করতে পারায় মানুষের সময় অপচয়ও বন্ধ হয়েছে। সরকারের এই পদক্ষেপে খুশি আমজনতা।