৩১ পর্যন্ত দুয়ারে সরকার, আবাস যোজনায় কড়া

Must read

প্রতিবেদন : দুয়ারে সরকার (Duare Sarkar- Awas Yojana) কর্মসূচির মেয়াদ ফের বাড়াল রাজ্য সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে, কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আরও বেশি মানুষ এই শিবিরের সুবিধা পান। সেই কারণেই মুখ্যসচিবের নেতৃত্বে বিডিও-জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠক হয়। ছিলেন সচিবরাও। সরকারের নির্দেশ, গ্রামাঞ্চলের প্রান্তিক এলাকায় আরও বেশি করে শিবির করতে হবে। মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়ে জানতে পেরেছেন, বহু জায়গায় একবারও শিবির হয়নি। তাই ভ্রাম্যমাণ শিবির আরও বাড়াতে হবে। শিবিরের আগে মাইকে প্রচার করে মানুষকে জানাতে হবে। যারা এর আগে দুয়ারে সরকারের সুবিধা পাননি তার কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামে গ্রামে শিবির করতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র নেওয়া হবে। কাউকে বাদ দেওয়া যাবে না। পাড়ায় সমাধান কর্মসূচিতে যেসব আবেদন জমা পড়বে তা দ্রুত সেরে ফেলতে হবে। এই প্রকল্পের অর্থ ইতিমধ্যে জেলাশাসকদের কাছে পৌঁছেছে।
একইসঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Duare Sarkar- Awas Yojana) দ্রুত সমাধান করার জন্য মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু হবে। কোনও অনিয়ম হলে কড়া পদক্ষেপ। আবাস যোজনা প্রাপকদের তালিকা ফের খতিয়ে দেখা হবে। বিডিও-এসডিও অফিসে অভিযোগ জানাতে ব্যবস্থা রাখতে হবে। পঞ্চায়েত স্তরে কাজ খতিয়ে দেখতে পরিদর্শক দল হবে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এই দলে থাকবেন। যাদের বাড়ি দেওয়া হবে তারা আদৌ যোগ্য কি না তা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে। নজর রাখবে প্রশাসন। এক সপ্তাহের মধ্যে তালিকা শেষ করতে হবে।

আরও পড়ুন-শুভেন্দুর সভা হবে বলা হয়নি, গভীর রাতে মালপত্র উঠিয়ে নিয়ে যেতে সভাস্থলে ডেকরেটরের কন্যা, মাথায় হাত বিজেপির

Latest article