৭৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি দুবাইয়ে, ওমানে মৃত ১৮

Must read

মরুঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত দুবাই (Dubai flood)। ভারী বৃষ্টির কবলে রাস্তাঘাট, শপিং মল এবং বিমানবন্দরও। সংযুক্ত আরব আমিরশাহিতে ভারী বৃষ্টিপাতের কারণে ১৫টি দুবাইগামী এবং ১৩টি ভারতগামী সহ ২৮টি বিমান বাতিল করা হয়েছে। মোট বাতিল হয়েছে ৫০টির বেশি বিমান। প্রতিবেশী দেশ ওমানে প্রবল ঝড়-বৃষ্টির কবলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

প্রকৃতির খামখেয়ালিপনার এমন নজিরে হতবাক আবহাওয়াবিদরা। আমিরশাহীতে বৃষ্টি (Dubai flood) বিরল ঘটনা। সেখানেই এমন বন্যা পরিস্থিতিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ৭৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমিরশাহীর অংশে।

আরও পড়ুন- ১০৩ বছরে প্রয়াত বায়ুসেনার সবচেয়ে প্রবীণ স্কোয়াড্রন লিডার দালিপ সিং মাজিথিয়া

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইয়ে ঘাঁটি করা এমিরেটসের উড়ান-সূচিতে। দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহরেই উড়ান রয়েছে তাদের। সোমবার ভোরে কাতার এয়ারওয়েযের উড়ানও ব্যাহত হয়েছে। কিন্তু তার পিছনে বৃষ্টি নয়, ইজরায়েল লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানাকেই দায়ী করা হয়েছে।

Latest article