মোদির সভার জেরে নষ্ট মাঠ

Must read

বহরমপুর: বিজেপির অবিবেচক কাজের আরেক নমুনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভার কারণে নষ্ট হয়েছে মাঠ। কিন্তু বিজেপিকে বারবার বলা সত্ত্বেও আজও ঠিক করে দেয়নি বিজেপি। মাঠ সংস্কার না হওয়ায় মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থাকে রাজ্য সরকারের ‘খেলা হবে’ দিবস অন্য মাঠে পালন করতে হচ্ছে।

সেই সঙ্গে বিজেপির এই কাজের প্রতিবাদে প্রতীকী অনশনের পথে হাঁটতে চলেছেন ওই সংস্থার কর্মকর্তারা। বিধানসভা ভোটের সময় ২২ এপ্রিল বহরমপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে বিশাল মণ্ডপ হয়েছিল। করোনা আবহে ভার্চুয়াল সভা হলেও মাঠ জুড়ে বিশাল মণ্ডপ হয়েছিল। কিন্তু এখনও মাঠের গর্ত বোজানো হয়নি। মাঠ আগাছায় ভরা, সাপের উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠে প্রায় ১৮০০ গর্ত করে বাঁশ ও খুঁটি পোতা হয়েছিল। বারবার বলা সত্ত্বেও সে গর্ত বোজানো হয়নি। ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস, ২০ আগস্ট গোষ্ঠ পালের জন্মদিন এবং ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালনের কর্মসূচি রয়েছে। অবিলম্বে ওই মাঠ সংস্কার না হলে ২৯ শে আগস্ট থেকে প্রতীকী অনশন শুরু হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক। জেলা বিজেপি সভাপতি (উত্তর) গৌরীশঙ্কর ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ নষ্ট হয়ে গেলে বিজেপি অবশ্যই সংস্কার করবে। তবে সংস্কারের বিষয়টি তিনি জানেন না।

Latest article